
দেশচিন্তা ডেস্ক: মাইজভাণ্ডার দরবারের গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি এবং সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর বড় ছেলে সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মিশকাতুন নুর মাইজভান্ডারী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৫ মিনিটের দিকে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী মারা গেছেন। জানাজা ও দাফনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
পড়েছেনঃ ১৩