দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিএ (অনার্স) ৪৭তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট), সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম ও ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অভিভাবকেরা তোমাদেরকে এখানে পড়ালেখা করার জন্য প্রেরণ করেছেন। তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট অনুসরণ করে পড়ালেখায় মনোযোগী হলে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে তোমাদের ভবিষ্যতও উজ্জ¦ল হবে। তিনি আরও বলেন, তোমাদের উজ্জ্বল ভবিষ্যতই প্রিমিয়ার ইউনিভার্সিটির সুনাম ও অহংকার।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহীত উল আলম শিক্ষার্থীদেরকে লেখাপড়া সিরিয়াসলি নেওয়ার তাগিদ দিয়ে বলেন, যেহেতু ইংরেজি ভাষা বিদেশি, সুতরাং এই ভাষাকে রপ্ত করতে দীর্ঘ অধ্যবসায় ও পরিশ্রম প্রয়োজন। এই ভাষা রপ্ত করা গেলে এই ভাষা ও সাহিত্যের উপর আত্মবিশ্বাস জন্মাবে। শুধু তা’ই নয়, ইংরেজি ভাষা বৈশ্বিক ভাষা হওয়ায় তা রপ্ত করা গেলে তোমাদের জীবনে গতি আসবে এবং ভবিষ্যত উজ্জ্বল হবে। তিনি শিক্ষার্থীদেরকে শ্রেণিকক্ষে নিয়ম ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, ইংরেজি একটি চমৎকার বিষয়। এই বিষয়কে নবীন শিক্ষার্থীরা পছন্দ করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে আমি মনে করি। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা ও উপকরণ সরবরাহ করে। এই বিভাগে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ রয়েছেন।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসিম উদ্দিন নবীন শিক্ষার্থীদেরকে বাহ্যিকভাবে স্মার্ট না হয়ে লেখাপড়ায় স্মার্ট হওয়ার পরামর্শ দেন। সহকারী অধ্যাপক শান্তনু দাশ তার বক্তব্যে ইংরেজি বিভাগের বিভিন্ন দিক ও কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের ডিরেক্টর সাদাত জামান খান, ডিরেক্টরেট অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের অ্যাডভাইজার ড. আবদুর রহিম, আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) গাজী শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, কোহিনুর আকতার, রুমানা চৌধুরী, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী অধ্যাপক ফাউজুল কবির ও সৈয়দা সালমা আকতার। উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মেহেদী রহমান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.