দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী মোড়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
এ সময় বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়- ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘সন্ত্রাসীদের বিচার, করতে হবে-করতে হবে’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার ভাই মার খায়, প্রশাসন ঘুমায়’ ইত্যাদি স্লোগান দেয়।
এরপর স্লোগানের সঙ্গে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্টে যায় এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে তারা প্রশাসনের প্রতি ৪ দফা দাবি জানায়।
দাবিগুলো হলো:
১. ২৪ ঘণ্টার মধ্যে বিচার
২. বিশ্ববিদ্যালয়ের সকল প্রবেশদ্বারে নিরাপত্তা চৌকি বসানো
৩. সম্পূর্ণ ক্যাম্পাস সিসিটিভির আওতায় আনা এবং
৪. হানিফ গংকে গ্রেফতার করা।
অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষার্থীরা বলেন, আমাদের অর্ধশতাধিক ভাই আহত হয়েছে। ৩০ জনের উপরে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি ছিল। এখনও ৬ জন গুরুতর আহত। আমরা রাতের মধ্যে আমাদের বোনের গায়ে হাত তোলা দারোয়ানকে গ্রেফতারের দাবি জানাই। কিন্তু প্রশাসন তা করতে পারেনি। আজকের দিনের মধ্যে আমরা আমাদের ওপর আক্রমণ করা সন্ত্রাসীদেরকে গ্রেফতারের দাবি জানাই।
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, আমাদের প্রথম প্রায়োরিটি হলো শিক্ষার্থীদের নিরাপত্তা। কিন্তু প্রশাসন তা নিশ্চিত করতে বারবার ব্যর্থ হয়েছে। গতকালের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি হাটহাজারী আইনশৃঙ্খলা বাহিনীকেও দায়ী করবো।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.