
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় স্বামীকে ভিডিও কলে রেখে খুশি আকতার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ হরিণখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের গিয়াস উদ্দিন সাইফু দীর্ঘদিন ওমানে রয়েছে। প্রায় সময় স্ত্রী খুশি আকতারের সঙ্গে প্রবাসী স্বামী সাইফু ভিডিও কলে কথা বলতেন। পারিবারিক কলহের জেরে ফ্যানের সঙ্গে ঝুলে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেন। ভিডিও কলে স্বামী নিজে এ দৃশ্য দেখতে পেয়ে ছোট ভাইয়ের বউকে মোবাইলে ফোনে জানানোর পর তিনি দৌড়ে এসে আত্মহত্যার দৃশ্যপট দেখতে পান। স্থানীয় গ্রাম পুলিশ তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, ভিডিও কলে স্বামীর সঙ্গে ফোনে কথা বলে স্ত্রী আত্মহত্যা করেছে। প্রবাসী সাইফুর দ্বিতীয় স্ত্রী খুশি। ধারণা করা হচ্ছে প্রথম ঘরের স্ত্রীর সন্তানরা ঘরে আসার কারণে তাদের মধ্যে ঝগড়া হতো। এ কারণে আত্মহত্যা করতে পারে।