দেশচিন্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, গুমের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের দায় এড়িয়ে যাওয়া যাবে না। এতে জড়িত সরকার, মন্ত্রী, এমপি ও প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শনিবার (৩০ আগস্ট) সকালে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনরাও অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, গুম হয়ে যাওয়া মানুষদের ভাগ্যে কী ঘটেছে তা পরিবারগুলো জানতে পারছে না। যেহেতু মৃত্যুসনদ নেই, তাই তাদের সম্পত্তিও অরক্ষিত রয়ে গেছে। ফলে পরিবারগুলো সীমাহীন ভোগান্তির শিকার। বক্তারা প্রশ্ন তোলেন, সরকারের প্রতিবন্ধকতা কোথায়? কেন এক বছরের বেশি সময়েও গুম হওয়া ব্যক্তিদের সন্ধান দেওয়া সম্ভব হয়নি? তারা জোর দিয়ে বলেন, নির্বাচনের আগেই গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনতে হবে। গুমের সংস্কৃতি চালু করেছে র্যাব-এ মন্তব্য করে বক্তারা সংগঠনটির বিলুপ্তির দাবি জানান। একই সঙ্গে গুমের শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি। তিনি বলেন, আজকে আনু মোহাম্মদরা মব নিয়ে কথা বলেন। ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আনু মোহাম্মদরা বিএনপির বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল। কিন্তু আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উপর যখন ভয়াবহ মব করা হয়েছিল তখন আনুরা মুখে কুলুপ এঁটেছিল। ১৯৯৬ সালে সরকারি কর্মকর্তা আবু আলম, শহীদ খানরা জনতার মঞ্চ সৃষ্টি করে বাংলাদেশে প্রথম মব কালচার শুরু করে। পুরো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনপ্রশাসনকে বিভক্ত করে দিয়েছিল তারা। জনতার মঞ্চের কুশিলবরা এখন আবার নতুন করে সক্রিয় হয়েছে। আজকে আবু আলম খান, শহীদ খানরা আবার সোচ্চার হয়েছে। সরকারকে বলতে চাই অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে।
অধিকারের ‘স্টেটমেন্ট’ পাঠ করেন মীর বরকত ও রিজভী হাসান চৌধুরী । বক্তব্য দেন ক্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজের হোসেন, এডভোকেট মোস্তফা নূর, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, এডভোকেট সাইফুল আবেদীন, সাংবাদিক কামাল পারভেজ,আরো বক্তব্য রাখেন,মানবাধিকার কর্মি,আব্দুল্লাহ মজুমদার, জহির উদ্দীন,অভিলাষ মাহামুদ,ফৌজিয়া আক্তার রুহু আমিন, আজিম খান,সংগঠক সাইদুর রহমান মিন্টু, ব্যাংকার কাজী জসিম,শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম ফজলুল হক,ওসমান গনি ভিকটিম পরিবারের সদস্য আব্দুল মান্নান, আনিকা আক্তার নূর ও সৌদিআরা বেগম।
সাংবাদিক উপস্থিত ছিলেন ১০ জন। আমার দেশের আবাসিক সম্পাদক সাংবাদিক জাহিদুল করিম।ক্যাবের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নাজের হোছাইন নাজের। কচি,সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, ডেইলি ইন্ডিপেনডেন্টের (বাংলা ভার্শন) জাহাঙ্গীর আলম,ডেইলি পিপলসের কামাল পারভেজ,আয় বার্তার সমীরন পাল,দৈনিক আমাদের বাংলার শাহ্ জালাল, সিএইজডির মাসুম পারভেজ, ইন্ডিপেনডেন্ট টিভির রাকিব, আমার দেশের স্টাফ রিপোর্টার মনির, চট্টগ্রাম ভয়েজের ফরমান উল্লাহ, নিউজ গার্ডেনের কামরুল হুদা,সকালের সংবাদের মিজানুর রহমান,অভিলাস মাহমুদ, দেশ চিন্তার ইমরান সোহেল টোয়ন্টি ফোর টিভির মোহাম্মদ সাইফ উদ্দিন রমিজ,সাংবাদিক গোফরান,আমাদের চট্টগ্রামের আব্দুল্লাহ মজুমদার,সাংবাদিক উহাই মারমা,বণিক বার্তার আজিম অনন, আইনজীবী এডভোকেট মোস্তাফ নুর,এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট সাইফুল আবেদিন,এডভোকেট রনি,মোহাম্মদ আলমগির, শিক্ষক মোহাম্মদ জিয়াউদ্দিন,নুর মোহাম্মদ তালুকদার, মোক্তার উদ্দিন, চাকরিজীবী বাবুল চৌধুরী, মিন্টু বেলাল হোছাইন,মো: নাজিম উদ্দিন, মো: আবুল কালাম, চিকিৎসক মোহাম্মদ রাহাত উদ্দিন।
শিক্ষার্থীদের মধ্যে তৌহিদুল ইসলাম, জিয়ানুল ইসলাম, মোহম্মদ নয়ন,রাসেল উদ্দিন, নাজিম মোহাম্মদ, পারভীন আক্তার, আজিম মাহমুদ, নয়ন চৌধুরী,।
জুলাই যোদ্ধাদের মধ্যে মোহম্মদ জমির উদ্দিন জাহিরুল ইসলাম, ইয়াসির আরাফাত।
ভিক্টিম পরিবারের মধ্যে শামিম সর্দারের কন্যা আনিকা আক্তার নুর, বলি মনছুরের ভাই আবুল কালাম,বাচা চেয়ারম্যানের ভাই আব্দুল মান্নান,জাহিদ হাসানের মাতা হুসনে আার বেগম,জাফর চেয়ারম্যানের পুত্র জিসান,শহিদুল ইসলাম সিরাজের পুত্র আজিম, গুম থেকে ফেরত আসা রিজভী হাসান চৌধুরী, সোহেল মাহমুদ চৌধুরী,
শ্রমিকদের মধ্যে মো: একরাম,তারেকুল ইসলাম লিটন,মহিন উদ্দিন। সমাজকর্মী মহিন উদ্দিন, আজিজুল হাকিম হিরা,হেফাজ উদ্দিন,
চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস।
অনুষ্ঠান শেষে একটি র্যালি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অধিকার চট্টগ্রামের ফোকাল পারসন ওসমান জাহাঙ্গীর। সঞ্চালনা করেন ওচমান মোহাম্মদ জাহাঙ্গীর।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.