বাজালিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রধান অতিথি শাহজাহান চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দ
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “ক্রীড়া হচ্ছে মানুষের বিনোদনের একটি বড় খোরাক। ক্রীড়ার মাধ্যমে মানুষ সুস্থ জীবন যাপন করতে পারে, মাদক, জুয়াসহ অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পারে। একই সঙ্গে ক্রীড়ার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।”
তিনি শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজালিয়া ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাজালিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাসুকুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ ইসমাইল মোঃ রাশেদ ও সাঙ্গু সাংগঠনিক থানার যুব বিভাগের সভাপতি জাহেদুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. শাহাদাত হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন সাঙ্গু সাংগঠনিক থানা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুল জলিল, বর্তমান আমির মাস্টার সিরাজুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক জয়নাল আবেদীন, সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বশিক্ষাবিদ মুহাম্মদ সোলায়মান ও সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক শহীদুল ইসলাম বাবরসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শাহজাহান চৌধুরীসহ অন্যান্য অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.