দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার খইয়াছরা ইউনিয়নের বড়তাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রামমুখী ট্রেনটির ইঞ্জিনের পেছনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঘটনার পর উদ্ধারকারী টিম এসে বগিটি লাইনে তোলার কাজ শুরু করে।
বড়তাকিয়া রেলস্টেশনের মাস্টার মো. শামসুদৌহা বলেন, ট্রেন চলাচলে আপাতত বড় ধরনের সমস্যা হচ্ছে না। লাইনচ্যুত হওয়া বগি উদ্ধারের কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.