নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনীর অভিযানে দুইজন ছিনতাইকারী ও চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে।
২৯ আগস্ট (জুমাবার) বিকালে সাতকানিয়া সদরের জুমা মসজিদ এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয় এবং থানায় সোপর্দ করা হয়।
সাতকানিয়া উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন লাবিব মাহমুদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো- সাতকানিয়া পৌরসভার সতি পাড়ার ফরিদ আহমদের পুত্র নাঈম উদ্দিন (১৯) এবং সাতকানিয়া সগিরা পাড়ার মৃত মোঃ ইদ্রিসের পুত্র মোঃ আরাফাত (২৫)।
থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা গত ২৭ আগস্ট আনুমানিক রাত ৯টা ৫০ মিনিটের সময় সাতকানিয়া পৌরসভাস্থ বাজারে অবস্থিত মোঃ মিলন খাঁন ও মোঃ আবু সুফিয়ানের যৌথ মালিকানাধীন ডিজিটাল কম্পিউটার নামক দোকানে কাস্টমার সেজে গিয়ে দোকানদারের চোখ ফাঁকি দিয়ে ক্যাশে রক্ষিত মানিব্যাগসহ ২৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে দোকানদার সিসি ক্যমেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। এছাড়া তাদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে উক্ত এলাকার দোকানদারদের নিকট থেকে চাঁদা দাবি করে আসছিল বলে জানা যায়। তারা ইতিপূর্বে বিভিন্ন জনের মোবাইল, মানিব্যাগ ইত্যাদি ছিনতাই করেছে বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহেদুল ইসলাম বলেন, "ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে নাইম ও আরাফাত নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.