দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় শখ করে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছেন। তারা সাগরের ঢেউয়ে ভেসে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মনখালী খেলার মাঠের পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- মনখালী বাঘঘোনা পাড়ার হাবিবুল আবছার (১৭) ও সায়েম (১৮)।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গণমাধ্যমকে বলেন, ‘নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে সকাল থেকেই অভিযান চলছে। এখন পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যায়নি। কোনো অগ্রগতি হলে জানানো হবে।’
সায়েমের মামা এমএ আজিজ জানান, ‘শুক্রবার (২৯ আগস্ট) সকালে বন্ধুর সঙ্গে শখ করে সাগরে মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায় সায়েম। অনেক খোঁজাখুঁজি করেও এখনও তার সন্ধান মেলেনি। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।’
সায়েমের আরেক মামা মুজিবুর রহমান বলেন, ‘একসঙ্গে ছয় কিশোর সাগরে গিয়েছিল। হঠাৎ বড় ঢেউ আসলে দুইজন ভেসে যায়। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ মেলেনি।’
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.