দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার শেষ সীমান্তে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. মনছুর আলম (৪২) নামে এক যুবলীগ নেতা নিহত ও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলা সংলগ্ন আজিজনগর কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মনছুর আলম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের রফিক আহমদের ছেলে। এ ছাড়া তিনি বাঁশখালী উপজেলা যুবলীগের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি নোহার সঙ্গে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় গাড়ি দুটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে সর্বমোট পাঁচজন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দুইজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মো. মনছুর আলমের মৃত্যু হয়।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তারা পৌঁছানোর আগেই আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পরে জানতে পেরেছি আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে গাড়ি দুটি আমাদের হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.