বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেন, দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। সরকার নির্বাচনের কথা বললেও লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা, সংস্কার, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও অধরা।
তিনি আরও বলেন, আমরা অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাচ্ছি এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চট্টগ্রাম-১১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মুহাম্মদ শফিউল আলমের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসায় এই বিজয় অর্জন সম্ভব।
পতেঙ্গা থানার উদ্যোগে স্থানীয় এক মিলনায়তনে থানা ও ওয়ার্ড নির্বাচনী কমিটির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পতেঙ্গা থানা জামায়াতের আমির ও নির্বাচনী কমিটির পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন থানা নায়েবে আমির ড. মাওলানা আব্দুল মোতালেব, থানা সেক্রেটারি মাওলানা বেলাল হাছন, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউসুফ, সমাজসেবক মুহাম্মদ ইউসূফ, হানিফ মোল্লা সওদাগর, বাহার উদ্দীন, মুহাম্মদ জয়নাল, শ্রমিক নেতা আরিফুর রহমান, নুরুল হক, শিবির নেতা আকিফ ইবনে ইউসুফ, ছাত্রশিবির পতেঙ্গা থানা সভাপতি আবু রায়হান, মাদ্রাসা থানা সভাপতি মো. ওয়াজ উদ্দীন, ইপিজেড থানা সভাপতি এম. হাবিব ইবনুল ফারুক এবং থানা সেক্রেটারি হাসানুল হক প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.