দেশচিন্তা ডেস্ক: রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটি ২৭ অগাস্ট (বুধবার) সন্ধ্যায় নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।
প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও সেক্রেটারি মোহাম্মদ আরমানের এর পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন পিপি মোহাম্মদ ইমরান। সভায় পাস্ট প্রেসিডেন্টবৃন্দ মানবিক প্রজেক্টগুলোতে নিজেদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
এছাড়া রোটারি ক্যালেন্ডারে আগস্ট মাস বিশ্বব্যাপী রোটারি ক্লাবগুলির মধ্যে নতুন সদস্য নিয়োগ এবং ধরে রাখার উপর মনোযোগ দেওয়ার জন্য ক্লাব সদস্যদের পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠান মালা আয়োজনের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় উপস্থিত ছিলেন পিপি এইচ এম ফেরদৌস, পিপি ছাইফুল হুদা ছিদ্দিকী, পিপি মোরশেদ আলম, পিপি মুহাম্মদ সাজিদুল হক ও আইপিপি জাহেদুল ইসলাম । এছাড়া রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট নাজমুল হাসান, ক্লাব সেক্রেটারি বাপ্পি শাহনেওয়াজ ও সদস্য আরমান হোসেন হৃদয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.