দেশচিন্তা ডেস্ক: ফেব্রুয়ারির ভোটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং বাংলাদেশ নতুন করে গঠনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ফটিকছড়ির নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, একাত্তরের ছাত্রনেতারা মহান মুক্তিযুদ্ধে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অথচ চব্বিশের ছাত্রনেতারা হালুয়া-রুটি খাওয়া ও এমপি-মন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। তারা প্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির দালালিতে নেমে পড়েছেন, যা দেশের জন্য নতুন ষড়যন্ত্র।
সরওয়ার আলমগীর আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। জানুয়ারির প্রথম দিকে বই বিতরণ করলেও তাতে শেখ মুজিব বন্দনা ছাড়া শিক্ষণীয় কিছুই ছিল না।
অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস মিয়া প্রধান বক্তা ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, নুর আহমদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নুরুল হুদা, দক্ষিণ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, ব্যবসায়ী বেলাল উদ্দিন, অভিভাবক সদস্য এস এম আক্কাছ ও সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল।
শিক্ষক তিলক কুমার বৈদ্যের সঞ্চালনায় বক্তব্য দেন মোহাম্মদ হাসান কবির, জাহানারা বেগম ও জান্নাতুল আধন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাহার উদ্দিন চৌধুরী মেম্বার, আরফাত তুষার, মহিন উদ্দিন মেসি, সালমান সোলাইমান, মোজাম্মেল হক অভি ও আলাউদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.