দেশচিন্তা ডেস্ক: বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি কর আইনজীবী সনজয় আচার্য্যরে সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক কর আইনজীবী প্রণব নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, নজরুল লেখনি আমাদের জাতীয় মুক্তি ও প্রেরণার উৎস। তাই নতুন প্রজন্ম যাতে বেশি বেশি নজরুল চর্চা করতে পারে, তার জন্য নজরুল গবেষণা কেন্দ্র ও স্মৃতি পাঠাগার স্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কর আইনজীবী কুতুব উদ্দীন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল শুক্কুর, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল ইসলাম, কোতোয়ালী থানা তাতী দলের সাবেক আহ্বায়ক রমজান আলী মুরাদ, তরুণ দলে সাবেক সাধারণ সম্পাদক হারুন কাকন, রঞ্জিত দে, মোঃ ইউসুফ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.