দেশচিন্তা ডেস্ক: ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দাবিতে চট্টগ্রামে দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা।
বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এতে নগরীর মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কে যানচলাচল ব্যাহত হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিকেল থেকে দুই নম্বর গেইট এলাকায় জড়ো হন চুয়েট শিক্ষার্থীরা। তাদের অনেকে চট্টগ্রামের রাউজানের ক্যাম্পাস থেকে কর্মসূচিতে যোগ দিয়েছেন। এ সময় তারা দাবি মেনে নিতে স্লোগান দেন। শিক্ষার্থীরা দুই নম্বর গেইট মোড় অবরোধ করায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের।
শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না। এ ছাড়া দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে।
এর আগে ২৪ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন, ব্লকেড কর্মসূচি ও ডিসি অফিসে বিক্ষোভ পালন করে চুয়েট শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.