দেশচিন্তা নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি আয়োজিত দৈনিক পূর্বকোণ সম্পাদক (প্রাক্তন) ও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাবেক চেয়ারম্যান স্থপতি তসলিম উদ্দিন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকীতে “স্মৃতিতে তুমি অম্লান” শীর্ষক স্মরণ সভায় চট্টগ্রাম বিজ্ঞান প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রফিকুল আলম বলেছেন স্থাপত্য শিল্পের একজন মানুষ প্রকাশনা জগতে এসে অবক্ষয় অপকর্ম ও অসততার বিরুদ্ধে তথা গণমানুষের পক্ষে সারাজীবন সংগ্রাম করে গেছেন স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী।
তিনি আরো বলেন জীবনের শেষ বয়সে এসে তিনি কঠিন ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হলেও মানুষকে সেটা উপলদ্ধি করতে দেয়নি। তিনি সবাইকে বলতেন আমি সুস্থ এবং সুন্দরভাবে মৌলিক ধারার কর্মকান্ডগুলো করে যাচ্ছি। ড. রফিকুল আলম বলেন তসলিম উদ্দিন চৌধুরী চট্টগ্রাম’র উন্নয়নের কথা বলতেন এবং প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে সব সময় সোচ্চার ছিলেন। তিনি আরো বলেন, নতুন প্রজন্মদের সঠিক ইতিহাস পাঠদানের জন্য তসলিম উদ্দিন চৌধুরী বরাবরই অন্যন্য ভূমিকা পালন করে গেছেন।
প্রধান বক্তার বক্তব্যে দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চে’র সম্পাদক সৈয়দ উমর ফারুক বলেন, নিঃস্বার্থ ও প্রগতিবাদী মানুষ ছিলেন তসলিম ভাই। তাঁর সাথে আমার বহুদিনের হৃদয়তা। তিনি বলেন সংবাদপত্র শিল্প ও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি আমাকে স¤পৃক্ত ও পরামর্শ করতেন। চট্টগ্রাম’র উন্নয়ন কর্মকান্ড গতিশীল করার লক্ষে তসলিম উদ্দিন চৌধুরীর অবদান অপরিসীম। বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট আশুতোষ দত্ত নান্টু’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফী ও সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ শাহিনের যৌথ সঞ্চালনায়
আজ ১৫ নভেম্বর অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ সহ-সম্পাদক ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন’র সাবেক সভাপতি কবি এজাজ ইউসুফী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সভাপতি লায়ন একে জাহেদ চৌধুরী, মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুহাম্মদ সানাউল্লাহ, নাট্যজন সজল চৌধুরী, রাজনীতিক স্বপন সেন, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাংবাদিক প্রশান্ত বড়ুয়া।
স্মরণ সভায় সূচনা বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট এম আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন কবি এহসান মাহমুদ আলম, প্রণবরাজ বড়ুয়া, মৌলানা মহিউদ্দীন আল কাদেরী, অধ্যাপক উত্তম কুমার সরকার, অধ্যক্ষ নজরুল ইসলাম খাঁন, মুক্তিযোদ্ধা এস এম আবু তাহের, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন, মুহাম্মদ এজহারুল হক, মোঃ শেখ আব্দুল্লাহ, নোমান উল্লাহ বাহার, কাজী আইয়ুব, হারুউর রশীদ, রোজী চৌধুরী, সৈয়দা শাহানারা বেগম, শীলা বৃষ্টি, রায়হান সুলতানা পিংকী, সমীরন পাল, এনামুল হাসান, জিয়া উদ্দিন আরিফ, মোঃ শামিম, মোঃ সেলিম, ফজলে রাব্বি, জামাল উদ্দিন কান্টু, একে এম মুজিবুর রহমান, কবি সজল দাশ, ইমরান সোহেল, আসিফ ইকবাল, রতন দাশগুপ্ত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.