দেশচিন্তা ডেস্ক: অবশেষে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন পপ তারকা টেইলর সুইফট। অনেক দিন ধরেই আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে প্রেম করছেন বিশ্বখ্যাত এই সঙ্গীতশিল্পী । ২৬ আগস্ট সামাজিক মাধ্যমে সুসংবাদটি ভাগ করে নিয়েছেন তারকারা নিজেরাই।
নিজের ইনস্টাগ্রামে বাগদানের আংটির ছবি প্রকাশ করেন সুইফট। ক্যাপশনে লেখেন, ‘তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।’ ছবিগুলোতে দেখা গেছে, সবুজ গাছপালা, ফুলে ভর্তি জায়গার মাঝে টেলর এবং ট্র্যাভিস পোজ দিচ্ছেন। ছবিতে দেখা যায় দুজনে দারুণ খুশি।
গায়িকার এই পোস্টে ভক্তদের নজর কেড়েছে, অনামিকায় পরা হীরার আংটি। কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
২০২৩ সালে প্রথমবার জুটি হিসেবে আলোচনায় আসেন সুইফট–কেলসে। ‘নিউ হাইটস’ পডকাস্টে সুইফটের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে। একই বছর জুলাইয়ে টেইলরের বিখ্যাত এরাস ট্যুর কনসার্টে হাজির হয়েছিলেন কেলসে।
এর পর ওই বছরের সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসের খেলার মাঠে, যেখানে তিনি কেলসের মায়ের পাশে বসেছিলেন। পরে সেটারডে নাইট লাইভ শো-তে একসঙ্গে হাত ধরে উপস্থিত হয়ে তারা প্রকাশ্যে নিয়ে আসেন সম্পর্ক।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.