দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের বাকঁখালী নদীর মোহনায় বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, টেকনাফ থেকে মাছ ধরার ট্রলারে ইয়াবার একটি বড় চালান কক্সবাজারে আসার তথ্য ছিল র্যাবের কাছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশেষ অভিযান চালানো হয়।
কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে ট্রলারটি আটক করা হয়েছে। এরপর ট্রলারে তল্লাশি চালিয়ে তেলের ড্রামের ভেতর কৌশলে লুকানো ইয়াবার চালান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আব্বাস উদ্দিন (৪৮), আবু তাহের (৪২), ফিরোজ (৩৮), মোস্তাক আহাম্মদ (৪০), নবী হোসেন (৩৮), শাহাব উদ্দিন (৫৫), সেলিম (৬৮), জাফর আলম (৬৩), আবুল কালাম ওরফে কালু (৭০)। তারা কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জব্দকৃত ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মহেশখালীর মো. বোরহান উদ্দিন। বোরহান উদ্দিন বড় মাপের একজন ইয়াবা কারবারি। তিনি বর্তমানে পলাতক।
র্যাব জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.