দেশচিন্তা ডেস্ক: চবিতে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেমিনার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চবি শাখার উদ্যোগে ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. নসরুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চবি শাখার সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্রদল নেতারা।
সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বর্তমান প্রাসঙ্গিকতা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন রাজনৈতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ. জি. এম. নিয়াজ উদ্দিন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষক বা সেক্টর কমান্ডার নন, তিনি ছিলেন মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াকু সৈনিক। মাত্র পাঁচ বছরের শাসনকালেই তিনি রাজনীতি, অর্থনীতি ও নীতিনির্ধারণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী।
তিনি বলেন, এরশাদের পতনের পর ১৯৯১ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে একটি নিরপেক্ষ ও পরিমাপযোগ্য নির্বাচন। এর মাধ্যমে খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে আপোসহীন নেতৃত্বের পরিচয় দেন। রাজনৈতিক নিপীড়ন ও কারাবরণ তাঁকে আরও শক্তিশালী করে তুলেছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. এস. এম. নসরুল ইসলাম বলেন, চবির প্রশাসনের একজনের বক্তব্য আমাদের আহত করেছে। এ ধরনের মন্তব্য ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি।
তিনি আরও বলেন, মাথার কাজ মাথা দিয়ে, আর লাঠির কাজ লাঠি দিয়ে করতে হয়। তাই শিক্ষার্থীদের বেশি বেশি পড়াশোনা করা উচিত।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.