প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, আলেম জগতের উজ্জ্বল নক্ষত্র ও একজন মানবতার সেবক ছিলেন শায়খুল হুফফাজ হাফেজ মাওলানা তৈয়ব ( রহ:)। প্রাইভেট মাদ্রাসা গড়ে উঠার ক্ষেত্রে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে। তাহলেই ভবিষ্যৎ ছেলে-মেয়েদের জীবন ইসলামের আলোকে পরিচালিত হবে।
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা কল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত শায়খুল হুফফাজ হাফেজ মাওলানা তৈয়ব ( রহ:) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ২৫ আগষ্ট চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন, হাফেজ মাওলানা মুহাম্মদ আলমের সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা আনিসুর রহমান মিনহাজ ও হাফেজ মাওলানা আব্দুল হামিদের সঞ্চালনায়
প্রধান আলোচক ছিলেন আল জামিয়া আরাবিয়্যাহ মোজাহেদুল উলুমের পরিচালক আল্লামা লোকমান হাকিম।
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতি মাসউদুর রহমানের স্বাগত বক্তব্যে বিশেষ আলোচক ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনোয়ারুল হক আযহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.হুমায়ূন খালভী, বিশেষ অতিথি ছিলেন চ্যানেল কর্ণফুলীর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ, উম্মাহ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ এ ছাড়া আরো সংগঠনের সহ-সভাপতি হাফেজ রশিদ আহমদ, শিল্পী আসহাব উদ্দিন আল আজাদ, হাফেজ মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মাওলানা শাহাদাত হোসেনসহ চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা কল্যাণ পরিষদের অন্যান্য দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.