দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, বিদ্যুৎ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। অথচ এই ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শ্রমিকদের জীবন নিয়ে কর্তৃপক্ষ ব্যাপক উদাসীন। বিদ্যুৎ শ্রমিকরা নানা সমস্যায় জর্জরিত। অবিলম্বে তাদের সকল সমস্যা র আশু সমাধান করতে হবে।
তিনি সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্তর্ভুক্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন (বি-১৫০৫), চট্টগ্রাম মহানগর আয়োজিত শিক্ষা বৈঠকে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম আগ্রাবাদস্হ বিদ্যুৎ ভবনে ইউনিয়ন কার্যালয়ে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও নগর সাধারণ সম্পাদক ইলিয়াছ পাটোয়ারী মাসুদ-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, কোষাধক্ষ্য মোঃ নুরুন্নবী ও ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এস এম লুৎফর রহমান বলেন, আমরা মনে করি সকল সেক্টরের শ্রমিকরা সমান গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল শ্রমিকদের মাঝে সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু আমরা দেখতে পাই রাষ্ট্র কখনো কখনো কিছু সেক্টরের শ্রমিকদের সাথে বিমাতাসুলভ আচরণ করে। বিশেষ করে যে সকল সেক্টরের শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে তাদের সাথে কেন জানি বেশি বৈষম্য করা হয়। অথচ এই শ্রমিকরাই যদি একদিন কর্মবিরতি দেয় রাষ্ট্র অচল হয়ে পড়বে। বিশেষভাবে বলতে হয় বিদ্যুৎ শ্রমিকদের কথা।
তিনি বলেন, বিদ্যুৎ শ্রমিকরা যদি এক ঘণ্টার কর্মবিরতি দেয় তাহলে অফিস আদালত হতে শুরু করে কল কারখানা ব্যবসা-বাণিজ্য সবকিছু মুহূর্তেই স্থমিত হয়ে যাবে। অথচ তাদের কোন কদর তো দূরের কথা তাদের স্বাভাবিক চাহিদা পূরণ করা হচ্ছে না। এই সকল শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদেরকে নিম্নমানের ও নিরাপত্তা বিহীন পোশাক প্রদান করা হচ্ছে। অফিসে যাতায়াতের জন্য কোন সুব্যবস্থা নেই। আবাসন সংকট দূর করার জন্য কার্যত কোন উদ্যোগ আজ পর্যন্ত দেখতে পাইনি। তাদেরকে দিয়ে ওভারটাইম করানো হলেও তার যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় না। আমরা দাবি করছি বিদ্যুতের সকলশূন্য পদে অবিলম্বে নিয়োগ দিতে হবে। একই সাথে শ্রমিকদের সমস্যার সমাধান ও শ্রমিকদের প্রতিনিধি নিশ্চিত করার জন্য সিবিএ নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.