দেশচিন্তা ডেস্ক: পিআর পদ্ধতি নিয়ে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
সোমবার (২৫ আগষ্ট) দুপুর ২টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
এসময় বরকত উল্লাহ বুলু বলেন, পিআর পদ্ধতি মানুষকে বোকা বানানোর চেষ্টা। আজকে কিছু ধর্ম ব্যবসায়ী এ পিআর নিয়ে নেমেছেন। পিআর পদ্ধতি এ উপমহাদেশের কোথাও নেই।ভারত নাকি গণতন্ত্রের আতুড়ঘর ওই ভারতের মানুষও পিআর পদ্ধতি কাকে বলে জানেনা। পিআর পদ্ধতি নিয়ে যারা ষড়যন্ত্র করে নির্বাচন ভন্ডুল করতে চান,তাদের ব্যাপারে বিএনপির নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।পিআর পদ্ধতি নিয়ে যারা নির্বাচন পেছাতে চান এটা হলো একটি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, বাড়ি-বাড়ি গিয়ে সরল মনা মা-বোনদের কাছে গিয়ে বলে আপনি জামায়াত করলে বেহেশতে যাবেন সেই বিষয়েও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
কুমিল্লা নগরের টাউনহল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন-চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ,জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু,মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব,কেন্দ্রীয় বিএনপির সদস্য এড সাবেরা আলাউদ্দিন হেনা,মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির ।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক এর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিউল আলম রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সস্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম,জেলা বিএনপিনেতা হাজী জসিম উদ্দিন,সাবেক জেলা সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন,জেলা বিএনপিনেতা মোস্তফা জামান ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী,নারীনেত্রী সাকিনা বেগম,বিএনপিনেতা মাহাবুব চৌধুরীসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.