দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে ১৮ থেকে ২৪ আগস্ট, ২০২৫ পর্যন্ত সফলভাবে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ সম্পন্ন হয়েছে
রোববার (২৪ আগস্ট) ৭ম দিন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান ও জারি গান অনুষ্ঠিত হয়েছে।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), কক্সবাজার সদর ক্লাস্টার, চট্টগ্রাম অঞ্চল এর সহযোগিতায় অনুষ্ঠান বাস্তবায়নে ছিল জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ বাস্তবায়ন কমিটি, কক্সবাজার।
জেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুজয় পাল এর সভাপতিত্বে সমাপনী দিনের অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠক, ব্যবসায়ী, উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে জেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) সুজয় পাল বলেন, “জেলা প্রশাসনের সহযোগিতায় সপ্তাহব্যাপী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এবার কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ, সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বুদ্ধকরণ প্রচারণাসহ নানা আয়োজন।”
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.