দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া রাজাখালী এলাকায় অবৈধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে র্যাব-৭ অভিযান পরিচালনা করছে। ওই চারটি কারখানা থেকে বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল থেকে অভিযান শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে। ভ্রাম্যমাণ অভিযানের সময় র্যাব-৭ বিপুল পরিমাণ পলিথিন জব্দ করেছে।
সূত্রে জানা গেছে, প্রায় এক হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে, পাশাপাশি কারখানা মালিকদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর এবং অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন হচ্ছে। এসব পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকের অভিযানে র্যাব-৭ এর একটি অভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি অংশগ্রহণ করছেন। রাজাখালীর এ এলাকায় মোট চারটি কারখানায় অনুমোদনবিহীনভাবে পলিথিন তৈরি হচ্ছে এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে এসব কারখানা অনুমোদনবিহীন।
তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুযায়ী শাস্তি ঘোষণা করবেন। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে আগে থেকেই সতর্ক করা হয়েছে।
র্যাব সূত্রে জানানো হয়েছে, পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন ও বিপণন বন্ধে তারা কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণ জানান, প্রিন্টেড পলির উৎপাদনের অনুমতি থাকলেও এই কারখানায় ক্লিয়ার পলি উৎপাদন করা হচ্ছিল, যা আইনত নিষিদ্ধ। এ কারণে নিষিদ্ধ পলিথিন জব্দ এবং জরিমানা করা হয়। যদিও কারখানার কর্মচারীরা দাবি করেছেন, তারা শুধুমাত্র নিত্যপণ্য ও গার্মেন্টসের কাজে ব্যবহারযোগ্য পলিই উৎপাদন করতো, যা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন অনুযায়ী করা হতো।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.