দেশচিন্তা ডেস্ক: অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস গড়লেন সাকিব আল হাসান। সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে তিন উইকেট নিয়ে ছুঁয়েছেন অনন্য মাইলফলক, টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট।
মোহাম্মদ রিজওয়ানকে আউট করেই প্রথম উইকেটের সঙ্গে স্পর্শ করেন এই রেকর্ড। ইতিহাসের মাত্র পঞ্চম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে সবার থেকে আলাদা করে রেখেছে আরেকটি বিষয়। সাকিব টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাঁহাতি বোলার যিনি ৫০০ উইকেট নিয়েছেন। এর আগে যারা এই কীর্তি গড়েছেন তারা সবাই ডানহাতি—রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)।
শুধু তাই নয়, ব্যাট হাতেও সাকিবের রয়েছে অনন্য রেকর্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে করেছেন ৭ হাজার ৫৪৯ রান। ফলে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক এখন তিনি।
৪৫৭ ম্যাচের ক্যারিয়ারে সাকিব নিয়েছেন পাঁচবার পাঁচ উইকেট ও বারোবার চার উইকেট। সাম্প্রতিক সময়ে ফর্মে না থাকলেও (এবারের সিপিএলে আগের ম্যাচগুলোতে পেয়েছিলেন মাত্র ১ উইকেট), এই ম্যাচেই তিন উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নিজের করে নিলেন তিনি।
সাকিবের অর্জন:
টি-টোয়েন্টি উইকেট: ৫০০
টি-টোয়েন্টি রান: ৭,৫৪৯
প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট
বিশ্বের একমাত্র ক্রিকেটার: ৭ হাজার রান + ৫০০ উইকেট।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.