মনসুর আহমেদ, হবিগঞ্জ, হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামের শতবর্ষী গাছগুলো এখন অতীত। টলি বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে সবুজের স্মৃতি। কয়েক মাস আগে পরিবেশকর্মী ও সচেতন নাগরিকদের সোচ্চার প্রতিবাদে সাময়িকভাবে থেমেছিল এই গাছ কাটা। প্রশ্ন হলো—তখনকার সেই ‘বন্ধ’ কি জনগণকে শান্ত করার নাটক ছিল? আর এখন কার নির্দেশে চুপিসারে শেষ করা হলো সব?
অডিটোরিয়ামের বাউন্ডারি নির্মাণের অজুহাতে শেকড়সহ উল্টে ফেলা হয়েছে প্রাচীন বৃক্ষ। কিন্তু এই উন্নয়ন কি প্রকৃতির কবরের উপর দাঁড়াবে? যে গাছগুলো প্রজন্ম ধরে বাতাস দিয়েছে, ছায়া দিয়েছে, পাখিদের আবাস দিয়েছে, সেগুলো কি এতটাই তুচ্ছ ছিল?
এভাবেই সবুজ মরে যায় নিঃশব্দে। আর আমরা পোস্ট দিই, হাহাকার করি—তারপর ভুলে যাই। কিন্তু মনে রাখবেন, প্রতিটি কাটা গাছ মানে আমাদের সন্তানদের শ্বাস নেওয়ার সুযোগ কমে যাওয়া।
হবিগঞ্জের মানুষ কি এবারও চুপ থাকবে? নাকি প্রশ্ন তুলবে—কারা এই সিদ্ধান্তের নেপথ্যে? কারা দায় নেবে প্রকৃতির এই হত্যার?
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.