দেশচিন্তা ডেস্ক: তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে লেভান্তে। তবে ফেরাটা ভালো হয়নি তাদের। মৌসুমের প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা।
তবে শনিবার (২৩ আগস্ট) বার্সেলোনাকে রুখে দেয়ার খুব কাছেই ছিল তারা। কিন্তু শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় পায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
সিউদাদ ডে ভ্যালেন্সিয়ায় শনিবার (২৩ আগস্ট) লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথম দুই গোলে এগিয়ে থাকার পরও, শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।
ম্যাচের ১৫তম মিনিটে বার্সেলোনার দুই ডিফেন্ডারকে কাটিয়ে লেভান্তেকে এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার ইভান রোমেরো। প্রথম হাফে বাড়ানো সময়ে লেভান্তের দ্বিতীয় গোলটি আসে লুইস মোরালেসের পা থেকে। পেনাল্টি থেকে গোল করেন ৩৮ বছর বয়সি এই মিডফিল্ডার।
তবে দ্বিতীয় হাফটা পুরোটাই ছিল বার্সেলোনার। ম্যাচে সমতায় ফিরতে বার্সেলোনার সময় লেগেছে মাত্র ৭ মিনিট। ম্যাচের ৪৯তম মিনিটে পেদ্রি এক গোল শোধ করেন। আর ৫২তম মিনিটে রাফিনহার কর্নারে কাছ থেকে দারুণ ভলিতে পরের গোলটি করেন ফেরান তরেস।
এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না বার্সা। তবে লেভান্তের কপাল পুড়ে নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে। ৯১তম মিনিটে বক্সে দারুণ ক্রস বাড়ান ইয়ামাল, তা হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান উনাই এলগুয়েজাবাল। তাতে বার্সার জয় নিশ্চিত হয়।
মৌসুমের প্রথম দুই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে বার্সেলোনা। আর দুই ম্যাচই হেরে ১৮তম স্থানে লেভান্তে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.