সাইফুদ্দিন খালেদ খসরু তাঁর কর্মের মাধ্যমে অনন্তকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন
সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ এর উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও অন্যতম সংগঠক, প্রগতিশীল আন্দোলনের কর্মী ও বিশিষ্ট পেশাজীবি সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণসভা চেরাগী পাহাড় মোড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
সমাজ সমীক্ষা সংঘের নির্বাহী পরিচালক কল্লোল দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় স্মৃতিচারণ করেন শিশু সংগঠক ওসমান গণি বাবুল, বাচিক সংগঠক তারুণ্যর উচ্ছ্বাস এর সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, এডভোকেট আব্দুল্লাহ্ হাসান পিকু, সমাজ সমীক্ষা সংঘের পরিচালক সংগঠন তাপস রায়, পরিচালক অর্থ মিটু কুমার শীল, পরিচালক বিকাশ বড়ুয়া, পরিচালক দ্বৈপায়ন পাল, সমাজ সমীক্ষা সংঘের সদস্য প্রদীপ ধর, লিপি তালুকদার এবং সাইফুদ্দিন খালেদ খসরুর ছেলে খালেদ আরাফাত। স্মরণসভা পরিচালনা করেন সমাজ সমীক্ষা সংঘের অতিরিক্ত নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ মিনহাজ।
স্মরণ সভায় বক্তারা সাইফুদ্দিন খালেদ খসরুর স্মৃতিচারণ করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার শৈশব কৈশোর ও ছাত্র জীবন কেটেছে। সাইফুদ্দিন খালেদ খসরুর পিতা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও সাহিত্যিক ড. রশীদ আল ফারুকী। তাই স্বাভাবিক ভাবেই বিভিন্ন মননশীল, ঋদ্ধ, গুণী ব্যক্তিদের নিত্য সংস্পর্শে ছিল সাইফুদ্দিন খালেদ খসরু। স্বাভাবিক ভাবেই একটি সুরুচি সম্পন্ন সাংস্কৃতিক আবহে গড়ে ওঠেছে তার প্রাথমিক বেড়ে ওঠার দিনগুলো।
ছাত্র জীবনে রোভার স্কাউট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার সাথে এর সাথে যুক্ত ছিলেন তিনি। প্রগতিশীল আন্দোলনে যুক্ত হয়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি নির্বাচিত হন। শৈশব থেকেই তিনি যুক্ত ছিলেন খেলাঘর আন্দোলনের সাথে।
২০০৬ সালে " অসীম জ্ঞান, অবাধ মনন "এই শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠা হয় সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও অর্থনীতি বিষয়ক গবেষণাধর্মী সংগঠন সমাজ সমীক্ষা সংঘ। সংগঠনের প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক এবং অন্যতম সংগঠক ছিলেন সাইফুদ্দিন খালেদ খসরু। আমৃত্যু তিনি সমাজ সমীক্ষা সংঘ সহ অন্যান্য প্রগতিশীল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। সাইফুদ্দিন খালেদ খসরু বিশ্বাস করতেন মুক্ত মানুষের মুক্ত সমাজে। যুক্তি ও বুদ্ধির মুক্তিতে সাইফুদ্দিন খালেদ খসরুর আশাবাদ ছিল সবসময়। তিনি সকলের কাছে একই সাথে আস্থা, ভালোবাসা ও নির্ভরতার মানুষ ছিলেন। স্মরণ সভার শুরুতে সাইফুদ্দিন খালেদ খসরুর স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.