দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) সকাল ১০ ঘটিকায় দেওদিখী উচ্চ বিদ্যালয়ে কর্মী শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি বলেছেন শ্রমিকদের অধিকার আদায়ে নির্দিষ্ট পেশার মানুষ এক হয়ে কাজ করলে তাদের বৈধতা অনেকাংশে বৃদ্ধি পায়। একত্রিত শ্রমিকরা সরকারি প্রোগ্রাম, মিল-কারখানা এবং বড় বড় প্রতিষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়, যেখানে তারা তাদের অধিকার এবং আইনের ব্যাপারে কার্যকরভাবে কথা বলতে পারে।
পেশাগত ঐক্যের মাধ্যমে শ্রমিকরা শুধু নিজেদের শোষণ ও অন্যায় থেকে রক্ষা পায় না, বরং কাজের পরিবেশ, বেতন, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হয়। এই ঐক্য তাদেরকে আইনি সুরক্ষা দেয় এবং সরকারি নীতিমালায় অংশগ্রহণের পথ সুগম করে বলে তিনি অভিমত ব্যক্ত করেন তিনি আরো বলেন বিশেষজ্ঞরা মনে করেন, শ্রমিকরা যখন সংগঠিত হয় এবং একই পেশার মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়, তখন তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হয়। এ কারণে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন এই সময় শ্রমিক ঐক্যের ওপর জোর দিচ্ছে, যাতে সকল শ্রমিক সঠিক অধিকার পায় ও উন্নত জীবনের স্বপ্ন পূরণ হয়।
শ্রমিক সমাজের উন্নতি ও কল্যাণে পেশাগত ঐক্যের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্যও অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ডাক্তার মুহাৃ্মদ ইউনূস এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম ঊদ্দিন চঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেকেটারি অধ্যক্ষ বদরুল হক বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নূর হোসাইন মাওলানা আবুল ফয়েজ উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন দিদারুল ইসলাম খানে আলম মাওলানা মোহামদ ইলিয়াস রেজাউল করিম। নুর মোহাম্মদ মিজান সিকদার মন্জুরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.