জুলাই বিপ্লবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে হালিশহরে অবস্থিত র্যাটলার্স টার্ফে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ নং রামপুর ওয়ার্ডের যুব বিভাগের উদ্যোগে আন্তঃ ওয়ার্ড মিনিবার ফুটবল টূর্ণামেন্ট আয়োজন করা হয়। উক্ত টূর্ণামেন্টে ২৫ নং রামপুর ওয়ার্ডের ৮ টি সাংগঠনিক ওয়ার্ডের যুব ইউনিটগুলো অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী দলদের পুরষ্কৃত করা হয়।
টূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ২৫ নং রামপুর ওয়ার্ডের আমীর ডঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুব বিভাগের দায়িত্বশীল বাহার উদ্দিনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী, চট্টগ্রাম-১০ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। যুবকদের আগামীর বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার জন্য আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী, থানা সেক্রেটারী আবুল কালাম আজাদ, থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক।
অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের যুব বিভাগীয় দায়িত্বশীল বেলাল হোসেন, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের যুব বিভাগীয় দায়িত্বশীল এটিএম শফিকুল মাওলা শোভন, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের যুব বিভাগীয় দায়িত্বশীল জনাব সরওয়ার আবু জাহিদ, এ ব্লক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু সাঈদ, ঈদগা সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবু নোমান, ধোপা পাড়া সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি জাকির হোসেন, নয়া বাজার সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আবুল হাসান, সবুজবাগ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি এটিএম মাসুদ, জি ব্লক সাংগঠনিক ওয়ার্ডের শাহারাজ হোসেন সহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.