দেশচিন্তা ডেস্ক: ১৫০০ (পনেরশ তম) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে বিশাল স্বাগত জুলুস বের করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজ এর পর জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্ ওয়াসা থেকে জুলুসটি বের হয়ে কাজির দেউড়ি হয়ে জামাল খান, চেরাগি পাহাড়, আন্দরকিল্লা হয়ে লালদীঘি নিউ মার্কেট হয়ে আবার জুবিলী রোড, এনায়েত বাজার, কাজির দেউড়ি হয়ে জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ এর মাঠ প্রাঙ্গণে এসে মিলাদ-কিয়াম ও দুআর মাধ্যমে সমাপ্ত হয়। স্বাগত জুলুসের প্রধান আয়োজক যারা ছিলেন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর চট্টগ্রাম মহানগরের সভাপতি মুহাম্মদ শওকত আত্তারী, সহ-সভাপতি মুহাম্মদ কাউসার আত্তারী, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মুহাম্মদ আবেদীন আত্তারী ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আজাদ আত্তারী, দারুল মদিনা ইন্টারন্যাশনাল স্কুল সিস্টেমের প্রধান বেলাল আত্তারী ও আয়ুব গনি কাদেরী সহ বিভিন্ন ধর্মীয়-সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ জুলুসে অংশ নেন। বক্তাগণ বলেন, প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আগমন নিঃসন্দেহে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ। তাই রহমতের শুকরিয়া আদায়ের জন্য আমাদের অধিক পরিমাণে আল্লাহ পাকের ইবাদত করা উচিত। দা’ওয়াতে ইসলামী সারা বিশ্বে নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) সুন্নতকে প্রচার করছে, আসুন সকলেই দাওয়াতে ইসলামীকে সঙ্গ দিই এবং দ্বীনের দাওয়াতকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিই।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.