দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারী চালিত রিকসা নিয়ে চ্যানেল ২৪ এ প্রচারিত সংবাদের ও ডবলমুরিং থানার ওসি কর্তৃক দৈনিক যায়যায়দিনের মাল্টিমিডিয়া রিপোর্টার শাহেদুল ইসলাম মাসুমকে হেনস্থার প্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রেস নোটের মাধ্যমে আবারও প্রমাণ করলো দেশের পুলিশ বাহিনীর সংস্কার ও পরিবর্তন এখনো হয়নি, গণমাধ্যমের স্বাধীনতা এখনো সংকুচিত এবং গণমাধ্যম কর্মীদেরকে নিরাপত্তা এখনো হুমকির সম্মুখীন। তাই অর্ন্তবর্তীকালীন সরকারকে দেশের আইন শৃংখলা পুণঃপ্রতিষ্ঠা করতে হলে পুলিশ ও আইন শৃংখলাবাহিনীকে সংস্কার দ্রুত করে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্টায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন দেশের ক্রেতা ভোক্তাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্টান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতৃবৃন্দ।
২৩ আগষ্ট (শনিবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, পলিসি ইনফ্লেুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুসা খান, সদস্য সচিব আবু মোশারফ রাসেল, ও যুগ্ন সদস্য সচিব সাঈদুর রহমান মিন্টু প্রমুখ।
বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন, "ব্যাটারী চালিত রিকসা নিয়ে চ্যানেল ২৪ এ প্রচারিত সংবাদ ও ডবলমুরিং থানার ওসি কর্তৃক গণমাধ্যম কর্মী শাহেদুল ইসলাম মাসুমকে হেনস্থার প্রেক্ষিতে মুক্ত গণমাধ্যমে স্বাধীনতাকে হস্তক্ষেপ এবং গণমাধ্যম কর্মীদেরকে পরোক্ষ হুমকি প্রদান করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রেস নোট স্বাধীন সাংবাদিকতার পথে শুধু বড় অন্তরায় নয়, অধিকন্তু দেশের তৃতীয় স্তম্ব হিসাবে বিগত স্বৈরচারী সরকারের আমলের মতো গণমাধ্যমের টুঁটি চেপে ধরার মতো অপচেষ্টা ছাড়া কিছু নয়।
নেতৃবৃন্দ বলেন, আমরা সকলেই জানি গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি তুলে ধরে রাস্ট্রে আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় নানান চড়াই উতরাই পেরিয়ে কাজ করে যাচ্ছেন। সেখানে প্রচারিত সংবাদের সত্যতা যাচাই বাছাই না করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার পরিবর্তে এভাবে অপেশাদারসুলভ ভাবে প্রেস নোট প্রদান করে সাংবাদিক সমাজকে হুমকি প্রদান করা জুলাই আন্দোলনে গঠিত অর্ন্তবর্তীকালীন সরকারের ম্যান্ডেট এর সাথে বৈপরীত্য ও কোনভাবে প্রত্যাশিত নয়।
নেতৃবৃন্দ অবিলম্বে এই ধরনের অপেশাদার আচরণ ও ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহবান জানান। যদি আইন শৃংখলা বাহিনী এভাবে জবাবদিহিতার আওতার বাইরে চলে যায় তাহলে দেশে আইনের শাসন পূনঃ প্রতিষ্টা ও আইন শৃংখলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থার ঘাটতি হবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.