নাঈমুল মাসুম
ভালবাসা বিষণ্ন হাওয়ার রোদন
নক্ষত্র হারা আকাশ।
মেঘের বুকে বেদনার ঢেউ,
আশা-নিরাশার প্রার্থনার রাত।
অস্তিত্বের এক শ্বাশত ডাক!
ভাংগা পাথরে স্বপ্নের মুখ।
জীবন যেমন আগুন খেলে,
অন্তহীন এই যাত্রা পথে।
অশ্রুর ভিতরে লুকিয়ে থাকে,
সত্যের অনিঃশেষ দার্শনিক প্রশ্নে?
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.