দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির রামগড় উপজেলায় মা-মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রাহেনা বেগমের ছেলে মো. হাসান শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রামগড় থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ঘটনার একদিন পরও মা-মেয়েকে গলা কেটে হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
মামলার বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) গভীর রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় ঘুমন্ত অবস্থায় আমেনা বেগম (৯৫) ও তাঁর মেয়ে রাহেনা আক্তার (৪৫) কে গলা কেটে হত্যা করা হয়।
স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২২ আগস্ট) বিকেলে তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.