চট্টগ্রাম নগরের আকবর শাহ ও কোতোয়ালি থানা এলাকায় পৃথক তিনটি হত্যাকাণ্ডে জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) নগরের আকবর শাহ ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সন্দ্বীপ উপজেলার মগধরা এলাকার বাসিন্দা মো. দিদার মাঝি (৪৬) ও তার ছেলে মো. শাহাদাত (২০), মো. আতাউর (২২) এবং মো. গিয়াস উদ্দিন লিটন (৫৬)।
শুক্রবার (২২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দিদার মাঝি ও তার ছেলে মো. শাহাদাত রিফাত হত্যা মামলার আসামি। এ মামলায় তাদের বিরুদ্ধে অপহরণ করে নির্মম হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। অন্যদিকে একদল সন্ত্রাসীর সঙ্গে সংঘবদ্ধ হয়ে সাব্বির হত্যায় জড়িত ছিলেন মো. আতাউর। হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। এছাড়াও রাজধানীর ডেমরা থানার ক্লুলেস হত্যা মামলা আসামি মো. গিয়াস উদ্দিন লিটন। তিনিও দীর্ঘদিন চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.