ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: "তোর কলিজা ছিড়ে নিয়ে আসব তোর পুলাকে, এস আই আবদুল হান্নান পটিয়া থানা।
চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়ার আবদুল আজিজ নামের এক কিশোরের মাকে হুমকি দেয়া কথার রেকডিং গতকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।এ ছাড়া জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় ১৫ই আগস্ট(শুক্রবার)"কলিজা সহ তোর পুত্রকে ঠেনে নিয়ে আসব " শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সময়ের আলো অনলাইন পত্রিকায় কিশোরের মাকে হুমকি দেয়া কথোপকথন রেকডিং ফাঁস হয়।
গত বৃহস্পতিবার ১৪ই আগস্ট এস আই হান্নান, কিশোরের মাকে মুবাইলে বলেন, আপনার ছেলের বিরুদ্ধে পটিয়া থানায় জিডি আছে ১ঘন্টার মধ্যে একজন অভিভাবক নিয়ে থানায় আসেন।কিশোরের মা শাহীন আক্তার বলেন,আর ১৫ বছর র গুড়া পোয়া,৯ম শ্রেণীত পড়ে,কি অপরাধ গরিব্যু।কিল্লেয় যাইয়ুম?সাথে সাথে এস আই আবদুল হান্নান রেগে গিয়ে বলেন, কিল্লাই মানি তোর চিটাইংগা-(অস্পস্ট শব্দ)"তোর কলিজা ছিড়ে নিয়ে আসব তোর পুয়ারে "
এ ব্যাপারে এস আই হান্নান বলেন, ছেলের বিরুদ্ধে জিডি আছে, বিবাদী যথেষ্ট চাপ দিচ্ছে। তাই তাকে বললাম অভিভাবক নিয়ে থানায় আসতে।এতে ছেলের মা কথা পেঁচাচ্ছে দেখে মাথা গরম হয়ে যায়।
পটিয়া থানার ওসি মোঃ নুরুজ্জামান বলেন, এখানে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছে,আমরা তদন্ত করে দেখব।
সচেতন নাগরিকগন বলেন,ঘটনা চন্দনাইশের, পটিয়া থানার এস আই কেন মুবাইল করবে? এটা যেহেতু জিডি, তা তদন্ত করতে পুলিশকে ঘটনা স্হলে যেতে হয়,তা না করে উল্টো বিবাদীকে হুমকি দিয়ে থানায় আনতে চায়। পুলিশ কি জনগণের সেবক নাকি ক্ষমতার দাপট।একজন মাকে যদি অশ্লীল,অশোভন ভাষা দিয়ে সেবা দেয়,জাতি এদের কাছ থেকে ভবিষৎ কি আশা করতে পারে?
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.