দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির উদ্যোগে “জাজমেন্ট ল্যান্স : দ্যা স্কলারলি কেস ল প্রেজেন্টেশন শীর্ষক প্রতিযোগিতা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে আইন বিভাগের শিক্ষার্থীরা তাঁদের যুক্তি, গবেষণা ও প্রেজেন্টেশনের দক্ষতা প্রদর্শন করেন। প্রতিযোগিতায় আইন বিভাগের মোট ১৯টি দল ও ৩৮ জন প্রতিযোগী অংশ নেন। এছাড়া অবজারভার ও সাধারণ শিক্ষার্থীসহ প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। শুরুতেই অংশগ্রহণকারীরা চারটি গ্রুপে বিভক্ত হয়ে প্রিলিমিনারি রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। কঠিন বাছাইপর্ব শেষে মোট ছয়টি দল ফাইনালে জায়গা করে নেয়।
ফাইনালে চ্যাম্পিয়ন হয় "দ্যা রিট ওয়ারিয়র্স এবং রানার্স—আপ হয় দ্যা জাস্টিস সিকারস। এ ছাড়াও বেস্ট প্রেজেন্টার নির্বাচিত হন ফারিহা বিনতে আলম। বেস্ট প্রেজেন্টেশন প্রিলিমিনারি রাউন্ড পুরস্কার অর্জন করে " ল্যাক্স ওয়ারিয়র্স এবং ইমারজিন্স ক্লাব লিডার পুরস্কার অর্জন করেন মোহাম্মদ ফাউজুল কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান সুরাইয়া মমতাজ, আইন বিভাগের প্রভাষক ও মুট কোর্ট সোসাইটির মডারেটর খাদিজাতুল কুবরা, প্রভাষক তারিন হাসান এবং প্রভাষক ও মুট কোর্ট সোসাইটির মডারেটর মোহাম্মদ জাহেদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.