দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এ বিষয়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝড়ো আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই সন্ধ্যা পর্যন্ত দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিন এমন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বজ্রপাত ও ভারী বর্ষণের ঝুঁকি থাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তারা। বিশেষ করে, নদী পথ ব্যবহারকারী ও উপকূলবর্তী অঞ্চলের মানুষদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.