দেশচিন্তা ডেস্ক: বান্দরবানের থানচি উপজেলা ভারী ও টানা বৃষ্টিতে জুমের ধান, ঘরবারী ও কৃষি জমিতে উদপাদিত ফসল ক্ষতিগ্রস্ত উপজেলা ৪ টি ইউনিয়নের ২৮০ পরিবারকে ২ বান ঢেউ টিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা দিল উপজেলা প্রশাসন। এছাড়াও সেনা বাহিনীর সহায়তা ভারতে মিজোরাম রাজ্যে হতে ফেরত আসার ৫০ বম পরিবারকে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তৈল ১ লিটার, লবণ ১ কেজি, চিনি ১ কেজি, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, হলুদের গুঁড়া ২০০ গ্রাম ও ধনিয়ার গুঁড়া ১০০ গ্রাম সহায়তা কর্মহীন বম পরিবারের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টা উপজেলা পরিষদের প্রাঙ্গণের এ সব সহায়তা বিতরণ করা হয়।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় অর্থায়নের উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণের সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: মসফিুর রহমান, তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাগ্য চন্দ্র ত্রিপুরা, পিআইও কার্যালয়ের অফিস সহকারী প্রধান মো: সরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পিআইও কার্যালয়ের কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ভারী ও টানা বৃষ্টি,কাল বৈশাখী ঝড়, সড়কের সড়ক দুর্ঘটনা কবলিত পরিবার, চলমান বর্ষা মৌসুমে জুম চাষী, ফলদ, বনজ চাষীদের ক্ষতিগ্রস্ত এবং কুকিচিং তান্ডবের ক্ষতিগ্রস্ত ও ভারত মিজোরাম হতে ফিরে আসা কর্মহীন অসহায় পরিবারকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের তথ্য ভিত্তিতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে মোট ২৮০ পরিবারকে এ সহায়তা আওতায় আনা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন সরকারী সেবা জনগণের দৌড় গৌড়ায় পৌঁছানো এবং অসহায়, হত দরিদ্র, কর্মহীন পরিবারকে দেখভাল করার সরকার আমাকে প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব অর্পণ করেছেন। সরকারের অর্পিত দায়িত্ব সুস্থ, সুন্দর, জবাবদিহিতা, স্বচ্ছল দায়িত্ব পালনের সামজিক ও নৈতিকতা সাথে পালন করে যাচ্ছি। জনগণের কল্যাণ ও তাদের সাথে সুসম্পর্ক রেখে দায়িত্ব পালন করে যাবো।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.