ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে এবং ঢাকা-সিলেট মহাসড়কের একই অংশে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর থেকে মদনপুর পর্যন্ত উভয় লেনে যান চলাচল ধীরগতির ছিল। যাত্রী ইয়াছিন আরাফাত জানান, তিনি কাঁচপুর অংশে প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট আটকে ছিলেন। আরেক যাত্রী শুভ বলেন, মোগরাপাড়া যাওয়ার জন্য রওনা দিয়ে এখনো কাঁচপুরে আটকে আছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে এই যানজট লেগেছে। বিষয়টি নিয়ে তিন দিন ধরে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বললেও কোনো সাড়া মেলেনি। দুপুর নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কিছুটা কমলেও ঢাকা-সিলেট মহাসড়কে তা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.