নির্ধারিত সময়ের তখন আর ৮ মিনিট বাকি। টটেনহ্যামের বিপক্ষে পিএসজি পিছিয়ে তখন ২ গোলে। তখন মনে হচ্ছিল টটেনহ্যাম বুঝি পিএসজিকে হারিয়ে তাদের প্রথম সুপার কাপটা ঘরে তুলতে চলল। অ্যান্টি ক্লাইম্যাক্সটা ঘটল তখনই। এরপর যা হলো, তা লন্ডন নয়, প্যারিসের দিকে নিয়ে গেল সুপার কাপের শিরোপাটাকে। ২-২ ড্রয়ের পর পিএসজি ৪-৩ গোলে হারায় টটেনহ্যামকে।
বুধবার (১৩ আগস্ট) রাতে ইতালির উদিনের স্তাদিও ফ্রিউলিতে নতুন কোচ থমাস ফ্রাঙ্কের অধীনে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে নামা টটেনহ্যাম বেশ চাপে রেখেছিল পিএসজিকে। প্রথমার্ধের ৩৯ মিনিটে মিকি ভ্যান ডে ভেন গত মৌসুমের ইউরোপা লিগজয়ীদের এগিয়ে দেন। বিরতির তিন মিনিট পর ক্রিস্টিয়ান রোমেরো তাদের দ্বিতীয় গোল করেন। এরপর আরও একাধিক সুযোগ পেয়েছিল দলটা, সে সুযোগগুলো কাজে লাগানো হয়নি তাদের।
সেটাই পিএসজির ম্যাচে ফেরার পথ গড়ে দিল। বদলি খেলোয়াড়রা প্যারিসিয়ানদের ম্যাচে ফেরান। ৮৫ মিনিটে লি কাং-ইন একটি গোল শোধ করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোস হেড করে সমতা ফেরান। এরপর সরাসরি টাইব্রেকারে গিয়ে নিষ্পত্তি হয় ম্যাচের।
টাইব্রেকারে পিএসজি প্রথম শটে ভিতিনিয়া পোস্টের বাইরে মারেন। কিন্তু পিএসজির নতুন গোলরক্ষক লুকাস শেভালিয়ে ভ্যান ডে ভেনের শট রুখে দেন এবং ম্যাথিস টেল লক্ষ্যভ্রষ্ট হলে নুনো মেন্ডেস শেষ শটে গোল করে জয় নিশ্চিত করেন। রামোস, উসমান ডেম্বেলে ও লি কাং-ইনও পিএসজির পক্ষে সফল হন। স্পার্সের হয়ে ডমিনিক সোলাঙ্কে, রদ্রিগো বেন্টানকুর ও পেদ্রো পোর্নো গোল করলেও তা জয়ের জন্য যথেষ্ট হয়নি।
এটি পিএসজির প্রথম সুপার কাপ জয় এবং প্রথমবার কোনো ফরাসি ক্লাব এই শিরোপা জিতল। এ নিয়ে ২০২৫ সালে পিএসজির শিরোপা সংখ্যা দাঁড়াল পাঁচে।
গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হারের পর খুবই ছোট ছুটি পেয়েছিল লুইস এনরিকের দল। তারা মাত্র এক সপ্তাহ আগে অনুশীলন শুরু করে এবং কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই সুপার কাপে নামে।
স্পার্সের নতুন সাইনিং মোহাম্মদ কুদুস ও জোয়াও পালিনহা প্রথম একাদশে ছিলেন। পিএসজির হয়ে শেভালিয়ে লিলে থেকে যোগ দিয়ে প্রথম ম্যাচ খেলেন। ২৩ বছর বয়সী এই গোলরক্ষক প্রথমার্ধে রিচার্লিসনের একটি শট দারুণভাবে ফিরিয়ে দেন। কিন্তু ভ্যান ডে ভেনের গোল ঠেকাতে পারেননি। বিরতির পর রোমেরোর হেডে দ্বিতীয় গোলও তিনি আটকাতে ব্যর্থ হন। তবে টাইব্রেকারে ঠিকই বীরত্ব দেখিয়েছেন তিনি। তারই ফলে পিএসজি জিতল তাদের প্রথম সুপার কাপ শিরোপা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.