দেশচিন্তা ডেস্ক: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইংরেজি বিভাগের উদ্যোগে ফল সেমিস্টার ২০২৫ এর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। বিভাগের প্রধান আরমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ও রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং বিভাগের দীর্ঘদিনের একাডেমিক উৎকর্ষ ও ঐতিহ্যের কথা উল্লেখ করে শিক্ষার্থীদের সময় ও সুযোগের সর্বোত্তম ব্যবহারের পরামর্শ দেন। এর পাশাপাশি তিনি তাদেরকে বিভাগের সহপাঠ্যক্রমিক কার্যক্রম সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলীও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
ইংরেজি বিভাগের একাডেমিক, সাংস্কৃতিক প্রভৃতি দিক তুলে ধরে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিভাগের প্রভাষক কিষাণ সাহা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় আয়োজিত আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল— যা অত্র বিভাগের সৃজনশীলতা, প্রাণচাঞ্চল্য ও শিল্পমনস্কতাকে প্রতিফলিত করে।
সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান আরমান হোসেন অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং নবীন শিক্ষার্থীদের বিভাগীয় মূল্যবোধ ও সুনাম অক্ষুন্ন রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.