চোখের চিকিৎসা নিতে স্ত্রী রাহাত আরা বেগমসহ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৩ আগস্ট) বেলা ১১ টা১৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে গত ১৪ মে মির্জা ফখরুলের চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হবে। চিকিৎসকদের পরামর্শে তিনি আবারও ব্যাংককের রুটনিন আই হাসপাতালে যাচ্ছেন।
এর আগে গত ১৪ মে ব্যাংককে রুটনিন আই হসপিটালে চোখের অপারেশন হয় বিএনপি মহাসচিবের।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.