সেলিম উদ্দিন, ঈদগাঁও: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যে কক্সবাজারের ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
১২ আগস্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা।
উপস্থিত বক্তারা বলেন, বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর। তাই যুবসমাজকে দক্ষ প্রযুক্তি অর্জনের মাধ্যমে বহুমাত্রিক অর্থনীতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন ছাড়া দেশের উন্নয়ন এখন অসম্ভব।
এ সময় থানার সেকেন্ড অফিসার আসাদুর রহমান, সমবায় অফিসার দিদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, পোকখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছৈয়দ নূর, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দু রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রাশেদুল হাসান, উপজেলা উপ-স্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান, খান ফাউন্ডেশন প্রকল্প কর্মকর্তা সামিমা ইয়াসমিনসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.