নিজস্ব প্রতিবেদক: পৈত্রিক জমি থেকে সাংবাদিক ও তার পরিবারকে অবৈধ ভাবে উচ্ছেদ চেষ্টা। বন্দর থানাধীন মধ্যম গোসাইল ডাঙ্গা এলাকায় সাংবাদিক জাহেদ কায়সার ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিসহ তাদের মালিকানাধীন পৈত্রিক বসতবাড়ি জবরদখলের পাঁয়তারা করছে একটি মহল।
বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক জাহেদ কায়সার বলেন, গত ৬ আগষ্ট আবদুর রহিম বাল্লা (৩৬) এর নেতৃত্ব একদল দুষ্কৃতকারী তাদের মৌরসি সূত্রে প্রাপ্ত পৈত্রিক বসতবাড়িতে হামলা ও ভাংচুর করে দখলের চেষ্টা করে। আমার ভাবি ও ভাতিজাকে মারধর করেতে থাকে। বিষয়টি তিনি তাৎক্ষণিক বন্দর থানা পুলিশকে জানালে, বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়।
এ ঘটনায় তার ভাতিজা শরিফ বাদী হয়ে বন্দর থানায় একটি অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিয়ে বন্দর থানার এস আই জিল্লুর রহমান উভয় পক্ষের সাথে কথা বলে মীমাংসার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিষয়টি তদন্তদিন থাকা অবস্থায় প্রতিপক্ষর ক্ষতিপ্রয় দুষ্কৃতকারী বিভিন্নভাবে সাংবাদিক জাহেদ কায়সারকে হুমকি দমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। প্রত্যক্ষদর্শীরা জানান ভূমিদস্যু ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী আবদুর রহিম বাল্লা চক্র নানা ভাবে মানুষকে হয়রানি করে এরই ধারাবাহিকতায় জাহেদ কায়সার ও তার পরিবারকে ভিটা থেকে উচ্ছেদ এর চেষ্টা চালাচ্ছে। অনেকই এ সন্ত্রাসীর ভয়ে চুপ থাকে বিগত সময়ে অস্ত্র ও অর্থের জোর খাটিয়ে চক্রটি নানা ভাবে মানুষকে নির্যাতান করে আসছে। ৫ আগস্ট এর পর অল্প কদিন গা ঢাকা দিয়ে থাকলেও কিছুদিন পর সে স্বরূপে ফিরে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.