সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আইন বিভাগের মুট কোর্ট সোসাইটির ক্যারিয়ার ব্রাঞ্চের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে হল রুমে “বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস ও বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতিকে আরও কাঠামোবদ্ধ, কৌশলগত ও ফলপ্রসূ করে তোলার লক্ষ্যে আয়োজিত এই বিশেষ কর্মশালায় অংশ নেন আইন বিভাগের শিক্ষার্থীরা।
কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জজ (সুপারিশপ্রাপ্ত) রাবিউল হোসেন ও ঢাকা জেলা জজ আদালতের আইনজীবী এবং এমএনপি লিগ্যাল—এর অ্যাসোসিয়েট রায়হান মিয়াজী। তারা ব্যক্তিগত অভিজ্ঞতা, পরীক্ষার ধাপ ও বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ধাপে ধাপে সিলেবাস বিশ্লেষণ, সময় ব্যবস্থাপনা, মডেল টেস্টের কৌশল, উত্তরপত্র প্রস্তুতি এবং মৌখিক পরীক্ষায় সাফল্যের কৌশলসমূহ তুলে ধরেন বক্তারা। পাশাপাশি তারা শিক্ষার্থীদের সফলতা অর্জনে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। তিনি বলেন, “একজন দক্ষ আইনজীবী বা বিচারক হতে হলে তাকে শুধুমাত্র পুস্তকীয় জ্ঞান নয়, বাস্তব জ্ঞান, যুক্তি উপস্থাপনের ক্ষমতা ও নৈতিক দৃঢ়তা অর্জন করতে হয়।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মুট কোর্ট সোসাইটির মডারেটর মোহাম্মদ জাহেদুল ইসলাম ও আইন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.