দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কার্যক্রম নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
এতে জানানো হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ৯ মাস হতে ১৫ বছর বয়সী প্রায় ৯০ হাজার শিশুকে আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কর্ম দিবস পর্যন্ত বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। এ ভ্যাকসিন গ্রহণের জন্য vaxepi.gov.bd এ অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর টিকা কার্ড ডাউনলোড করে এর প্রিন্ট কপি নিয়ে টিকা কেন্দ্রে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম জেলার সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডা.জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হারুন উর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামসহ মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই), শিক্ষক, ধর্মীয় ও কমিউনিটির নেতারা।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.