বান্দরবান সংবাদদাতা: বান্দরবানের রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাগলাছড়া এলাকার নাতাংঝিরি থেকে শান্তি লাল তঞ্চঙ্গ্যা (৪৩) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, নিহত শান্তি লাল তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাগলাছড়া অংকদ পাড়ার বাসিন্দা রংকুম্যা তঞ্চঙ্গ্যার ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সদস্য এবং পেশায় দিনমজুর ছিলেন। নিয়মিত চট্টগ্রাম সাতকানিয়া ও অন্যান্য দূরবর্তী এলাকায় গিয়ে কাজ করতেন এবং সাধারণত ৬-৭ দিন পর বাড়ি ফিরতেন।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে রোয়াংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া যায় এবং শরীরে প্রচুর পোকা ছিল। পুলিশ ধারণা করছে, মৃত্যুর ঘটনা ঘটেছে কমপক্ষে পাঁচ-ছয় দিন আগে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শান্তি লাল চার-পাঁচ দিন ধরে বাড়িতে ফেরেননি। মাঝে মাঝে তিনি আম বাগানের ব্যাপারীদের সঙ্গে এলাকার বিভিন্ন বাগান দেখানোর কাজ করতেন।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এম জাকের আহমেদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একটি মোবাইল টিম পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.