নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ ঃ দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বিদ্যানগরের ঐতিহ্যবাহী বিজিসি ট্রাস্ট মেডিকেল হসপিটালে "ইকোনমি ওপিডি" বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ৯ আগস্ট সকালে হাসপাতাল চত্বরে হাসপাতালের পরিচালক ডা. এ.কে.এম. আরিফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ এর হসপিটালের অধ্যক্ষ অধ্যাপক ডা. অরুপ দত্ত। তিনি বলেন, জনস্বার্থে ও এই অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্যে স্বল্পমূল্যে মাত্র ১০০ টাকায় অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে রোগী দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের মানুষের আঙ্ককার প্রতিফলন ঘটবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. নিবেদিতা পাল, ডা. উজ্জ্বল কান্তি দাশ, ডা. হিমন বড়–য়া, ডা. বোরহান উদ্দিন, মো. শাহিদ হাসেন খান, আজিজুল হক ভূইয়া, ডা. মো. মনির, ডা. রতœম দে, ডা. আরিফ উজ্জামান, ডা. রিয়া বড়ুয়া, মো. শফিউল আজম পারভেজ, মো. আক্কাস মিয়া, মো. হেলাল উদ্দিন প্রমুখ। বক্তাগণ বলেন- বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হসপিটাল প্রথম থেকেই দক্ষিণ চট্টগ্রামের স্বাস্থ্য সেবায় সুনামের সাথে সাধারন মানুষের পাশে রয়েছে। ইকোনমি ওপিডির এই উদ্যোগ প্রশংসার দাবী রাখে। এ বিভাগে শুক্রবার প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মেডিসিন, সার্জারী, শিশুরোগ, গ্রাইনী ও প্রসূতি বিভাগে অভিজ্ঞ চিকিৎসকগন রোগী দিয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.