দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পার্কভিউ হসপিটালের উদ্যোগে এবং সম্প্রীতি চকবাজার, চট্টগ্রাম-এর আয়োজনে চট্টগ্রাম কলেজ রোডস্থ চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষার সুবিধা প্রদান করা হয়। ক্যাম্পে মোট নয়টি বিভাগে কাজ করেন ২০ জন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক, যাঁরা রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবা দেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ক্যাম্পে সেবা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন অর্থোপেডিকস বিভাগের ডা. আহমদ রহিম, ডা. নাসির উদ্দীন এবং ডা. মোর্শেদ আলম। ইএনটি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. সুজয় কুমার। চর্মরোগ বিভাগের চিকিৎসা দিয়েছেন ডা. আশেক এলাহী। হৃদরোগ বিভাগে সেবা প্রদান করেন ডা. দাউদ। গাইনী বিভাগে ছিলেন ডা. সাবরিনা আবেদীন, ডা. প্রিমা ও ডা. অহনা। মেডিসিন বিভাগে দায়িত্ব পালন করেন ডা. মিনহাজুল হক, ডা. নাজনিন ফাতিমা এলি, ডা. মিজান এবং ডা. নোমান। চক্ষু বিভাগে ছিলেন ডা. রায়হান। আরও অনেক অভিজ্ঞ চিকিৎসক এই স্বাস্থ্যসেবায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের চেয়ারম্যান ডা. একে এম ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ ইলিয়াস, জনাব আব্দুল হান্নান এবং সম্প্রীতি চকবাজারের সদস্যবৃন্দ।
পুরো কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন করতে পার্কভিউ হসপিটালের মার্কেটিং ও ব্র্যান্ড বিভাগ নিবিড়ভাবে কাজ করে। আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন পার্কভিউ হসপিটালের ম্যানেজার জনাব জাহেদুল ইসলাম, সহকারী ম্যানেজার জনাব নিজাম উদ্দীন এবং এক্সিকিউটিভ জনাব রাজ্জাকুল হায়দার ও জনাব আব্দুস সোবহান। তাঁদের সহযোগিতায় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পার্কভিউ হসপিটাল ভবিষ্যতেও এ ধরনের মানবকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.